ঝিনাইদহ সদর
চটের বস্তায় মিললো বোরখা পরা নারীর মরদেহ
ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী নিসৃংহপুর মাঠ থেকে অজ্ঞাত (২২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিলো বোরখা।
স্থানীয়রা জানান, খড়িখালী নিসৃংহপুর গন্ডবিল মাঠে ধান ক্ষেতের পানির ক্যানালের মধ্যে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ এসে সেই মরদেহ উদ্ধার করে। পানির ক্যানালের মধ্যে চটের বস্তার মধ্যে হাত বাধা অবস্থায় মরদেহটি পড়ে ছিল।
ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে দৃর্বৃত্তরা। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।