শৈলকুপা
ঝিনাইদহে ৪ জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহের শৈলকুপায় ৪ জুয়াড়ি কে গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার খুলুমবাড়িয়া এলাকা থেকে জুয়াড়িদের কে আটক করা হয়।
এ ব্যাপারে শৈলকুপা থানা অফিসার ইনচার্জ বলেন, উপজেলার খুলুমবাড়িয়া এলাকায় গড়াই নদীর পশ্চিম পার্শ্বে কলা বাগানের মধ্যে জুয়ার আসর বসেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়ার খেলার সরঞ্জামাদিসহ হাতে নাতে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে শৈলকুপা থানায় একটি মামলা রুজু হয়। যাহা শৈলকুপা থানার মামলা নং-১৪, তাং-২০/১০/১৮ খ্রিঃ ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৪।