ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ঝিনাইদহের মহেশপুরের গৌরিনাথপুর গ্রামে ও সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু ও ২ জন আহত হয়েছেন।
নিহত আমিরুল ইসলাম গৌরিনাথপুর গ্রামের আক্কাচ মিয়ার ছেলে।
স্থানীয় আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান জানান, শনিবার রাতে মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর বাজার থেকে মহেশপুরে নিজ বাড়িতে ফিরছিল আমিরুল ইসলাম। এসময় গৌরিনাথপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এসময় গুরুতর আহত আমিরুলকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে সকাল ৬টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে সে মারা যায়।
এদিকে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সকাল ৯টার দিকে সদর উপজেলার লাউদিয়া এলাকায় মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।