ঝিনাইদহে হাত বোমাসহ আটক-২
ঝিনাইদহের কালীগঞ্জে হাত বোমাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ১ টার দিকে ৬ টি হাত বোমাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কালীগঞ্জ উপজেলার নগর চাপরাইল গ্রামের আব্দুল করিমের ছেলে রবিউল ইসলাম (৪০) ও একই এলাকার আড়–য়াশলুয়া গ্রামের মৃত বারেক মন্ডলের ছেলে রাশেদ মন্ডল (৩৯)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কোন অপরাধী সংগঠন কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের অনুপমপুর দাখিল মাদ্রাসার মাঠে বটগাছের নিচে নাশকতার পরিকল্পনা করছে। সে সময় কালীগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও রাশেদ মন্ডলকে আটক করা হয়। এসময় তাদের সহযোগী অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। আসামীদের দেখানো মতে ঘটনাস্থল হইতে লাল টেপ দিয়ে মোড়ানো ৬টি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।