অন্যান্য

পঞ্চগড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

পঞ্চগড়ের তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের দশ মাইল নামক স্থানে যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পঞ্চগর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান শাহিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পঞ্চগড় থেকে একটি যাত্রীবাহী মিনিবাস তেঁতুলিয়া যাচ্ছিল। এ সময় ভজনপুর এলাকা থেকে আসা বিদ্যুতের খুঁটিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। পরে পঞ্চগড় এবং তেঁতুলিয়া দমকল বাহিনীর দুইটি ইউনিট ও পুলিশসহ স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button