শৈলকুপা

ঝিনাইদহে মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান—-জেলা প্রশাসক

‘আইন মেনে চলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় মাদক বিরোধী আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মির্জাপুর ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির আয়োজনে শনিবার দুপুরে শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামে এ সভার আয়োজন করা হয়।

ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম টুলু, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা হুমায়ন জোয়ার্দ্দার।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক উসমান ফারুক উজ্জল। বক্তারা, সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button