পাঠকের কথা
সময় হবে পড়িবার—–মোঃরুহুল কুদ্দুস
সময় হবে পড়িবার—–মোঃ রুহুল কুদ্দুস
সময় হবে বন্ধুদের সব একটু পড়িবার???
মানলে কথা আশা রাখি লাভ আপনার।
সাদা চিনিতে মৌমাছি পিঁপড়া কেন বসেনা,
মনে কি প্রশ্ন জাগেনা? একটু ভেবে দেখিনা!
একটু লাল হয় বন্ধুরা ঢেকি ছাটা চাউল,
ভিটামিন কম সাদা চাউলে বলে সাধক বাউল।
সাস্থ সম্মত আখের চিনি সামান্য লাল হয়
এ জন্য অনেক পুষ্টি আখের চিনিতে রয়।
দূর্লভ মানব জন্ম মোরা পেয়েছি সব যখন,
জেনে বুঝে কেন মোরা করবোনা শিক্ষা গ্রহন।
চক চক করলে যেমন সেইটা সোনা হয়না,
সাদা চিনি কেন খান আসলে পুষ্টি রয়না।
চিনিকলে কর্মরত রুহুল কুদ্দুস মোর নাম,
গবেষনাতে বলে কথা ভাল চিন্তা করা কাম।