ঝিনাইদহ সদর
ঢাবিতে পিতৃহীনার ভর্তির টাকা দিলেন ঝিনাইদহ মেয়র
পিতৃহীনা রাদিয়া সুলতানা ঝুমুর পড়ালেখার দায়িত্ব নেওয়া ভর্তির জন্য টাকা দিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
শনিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভা ভবনে রাদিয়া সুলতানা ঝুমুর হাতে ভর্তির টাকা তুলে দেন মেয়র মিন্টু। ঝুমু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার তথ্য বিজ্ঞান বিষয়ে মেধা তালিকায় স্থান পেয়েছে।
গত বছরের নভেম্বর মাসে ঝুমুর পিতা রফিকুল ইসলাম কিডনী রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর পর অসহায় হয়ে পড়েন রফিকুলের স্ত্রী রওশন আরা। কলেজ পড়–য়া দুই মেয়ের পড়ালেখা কি ভাবে হবে এ নিয়ে ফেসবুক ও পত্রপত্রিকায় লেখালেখি হলে এগিয়ে আসেন ঝিনাইদহ পৌরমেয়র মিন্টু।