ঝিনাইদহে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়িসহ ২ জন নিহত
আহত-১ঝিনাইদহের আরাপপুর বাস-ষ্টান্ড ও চুটলিয়া মোড়ে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ব্যবসায়িসহ ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। গেল রাত ও আজ সকালে এ পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ি আলামিন স্থানীয় শহরের আরাপপুর এলাকার মৃত শাসসুদ্দিনের ছেলে ও অপর নিহত শফিকুল ইসলাম একই শহরের হামদহ পুলিশ লাইন পাড়ার ওয়াদুদ হোসেনের ছেলে।
ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, আজ শনিবার সকালে আরাপপুর বাসস্ট্যান্ডের খুচরা ব্যবসায়ী আল আমিন রাস্তা পার হচ্ছিল। এসময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ১ কিলোমিটার যাওয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে পথচারী আরও জনকে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে আল আমিন মারা যায়। অপরজন আহত বৃদ্ধ আজিজকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থায় গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
অপরদিকে, গেল রাতে শহরের চুটলিয়া মোড় এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
তবে তার পরিবারের দাবি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।