জানা-অজানাপাঠকের কথা
ঝিনাইদহ ধোপাঘাটা ব্রিজ
ঝিনাইদহ ধোপাঘাটা ব্রিজ নিয়ে। অসাধারন একটি বই লিখেছেন, আমেরিকা প্রবাসী এম.ইসলাম মাসুদ।
ঝিনাইদহের ছেলে, স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করলেও মনটা তার দেশেই পড়ে থাকে আর তার প্রতিফলন পাওয়া যায় তার লেখায়। ইতিপূর্বে তার লেখা বইগুলি সব বাংলাদেশের পটভূমি তে লেখা যা ইতিমধ্য পাঠক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে এবং পাঠক প্রিয়তা লাভ করেছে ।
মাসুদের এবারের বই “ধোপাঘাটা ব্রিজ” বইটা ঝিনাইদহ এর পটভুমিতে লেখা,এই “ধোপাঘাটা ব্রিজ” টা আমাদের ঝিনাইদহের ঐতিহ্য বাহী একটা স্থাপনা যা ব্রিটিশ আমলে তৈারী হয়েছিল,প্রচ্ছদের ছবিটাও সেই ব্রিজের!
বইটা ঢাকায় পাওয়া যাবে, সকল আত্মীয়, বন্ধুমহল সহ সকল পরিচিত জনের প্রতি অনুরোধ রইল বইটা পড়ার জন্য।