ধর্ম ও জীবন

সূরা ফাতিহার আমলের বরকত

আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে দান করেছেন শ্রেষ্ঠগ্রন্থ কুরআন। কুরআনে রয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সমস্যার সমাধান। জাগো নিউজের পাঠকদের জন্য রোগ-ব্যধি থেকে মুক্তির আমল তুলে ধরা হলো-

আ’মালুল কুরআন
সূরা আল ফাতিহা সর্ব রোগের মহৌষধ। এ সূরার আমলের ব্যাপারে হাদিসের নির্দেশণা রয়েছে। এ সূরার আমলের বরকত লাভের কিছু নিয়ম রয়েছে। কিভাবে এ আমল করা যায়, তা উল্লেখ করা হলো-

ক. হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, সূরা ফাতিহা ৪০ বার পাঠ করে পানির ওপর দম করে কোনো জ্বরে আক্রন্ত লোকের মুখমণ্ডলে ছিঁটিয়ে দিলে, আল্লাহ জ্বর এ সূরার বরকতে জ্বর দূরীভূত করে দেন।

খ. ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যে ৪১ বার এ সূরা পাঠ করে চোখে ফুঁ দিলে চোখের ব্যথা দূর হয়।

গ. রাতের শেষ প্রহরে ৪১ বার এসূরা পাঠ করলে আল্লাহ পাক রিযিক বৃদ্ধি করে দেন।

ঘ. গোলাপ, জাফরান এবং কস্তুরি দিয়ে চিনির রেকাবিতে এ সূরা লিপিবদ্ধ করে তার ধোয়া পানি ৪০ পর্যন্ত রুগ্ন ব্যক্তিকে পান করালে রোগ থেকে মুক্তি লাভ হয়।

ঙ. দাঁতের ব্যথা, পেটের ব্যথা, মাথা ব্যথার জন্যে ৭ বার এ সূরা পাঠ করে দম করলে আল্লাহ পাক ব্যথা দূর করে দেন।

পরিশেষে…
আল্লাহ তাআলা প্রত্যেক আমলকারীকেই এ বরকতগুলো দান করুন। আল্লাহ প্রত্যেক মুসলমানকে কুরআনের আমল করার তাওফিক দান করুন। আল্লাহর বিধি-বিধান বাস্তবজীবনের আমল করার তাওফিক দান করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button