পাঠকের কথা
পল্লির রুপ——রুহুল কুদ্দুস
পল্লির রুপ—–রুহুল কুদ্দুস
পল্লি গ্রামের কত রুপ আছে দেখ বাংলাদেশ,
কত যে সৌন্দর্য পল্লিতে বলে হবেনা শেষ।
সুজলা সুফলা শষ্য শ্যমলা সবুজ প্রান্তর,
খালে বিলে মাছ মাঠ ভরা ধান জুড়ায় অন্তর।
গাছে ডাকে শালিক ময়না দোয়েল কোয়েল পাখি,
মাছরাঙাটি মাছ ধরেছে খুলে দিয়ে তার আঁখি।
ভিন্ন ঋতুতে ভিন্ন রুপ পল্লিতে কত দেখা যায়,
অপরুপ রুপের এমন পল্লি কোথাও যেন নাই।
শান্ত দীঘির কাল জল নীল আকাশের মাঝ,
রাতের বেলা তারার মেলা দেখায় বড় সাজ।
মাঠ ভরা পাকা ধানের উদাস করে তার ঘ্রান,
পল্লি গ্রামের রুপ সাগরে জুড়িয়ে যায় যেন প্রান।