ঝিনাইদহের হেলপার নিহত
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বগুলাকাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় জুয়েল আহমদ(২৮) নামে ট্রাক হেলপার নিহত হয়েছেন। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার দুলাল মনদিয়া গ্রামের আলা উদ্দিন বিশ্বাসের পূত্র। দুর্ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকা হইতে একটি কলা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৫৬৬০) নিয়ে দিরাই থানা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে।
মঙ্গলবার দিবাগত রাত অনুমান সাড়ে ১১ টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বগুলারকাড়া এলাকায় কলা বোঝাই ট্রাক বগুলারকাড়া এলাকায় পৌছলে ট্রাকের বাম পাশের টায়ার ফেটে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ গাছের সাথে ধাক্কা লেগে গাড়ীর হেলপার জুয়েল বিশেষকে চাঁপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মো. আলা উদ্দিনের নেতৃত্বে এএসআই জাকির হোসেন, এএসআই জিয়াউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডিএডি জাবেদ হোসেন মোহাম্মদ তারেক,স্টেশন মাষ্টার সোলেমান আহমদ সহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় প্রায় ৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ট্রাক হেলপারকে উদ্ধার করেন। লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।