বাবা——–সালমা ইসলাম
বাবা………….সালমা ইসলাম
জানো নিভারণ ,ছেলে আমার মস্ত বড় চাকুরী করে ঢাকা শহরে,
থাকে বড় বাড়ি ,চড়ে দামী গাড়ি।
ফোন করলে ছেলে আমার বলে,বড় ব্যস্ত রাখি,কথা বলার সময় নাই ফোন দেয় কেটে ।
জানো নিভারণ, সময়ের হিসাব করি নাই কখনও অভাবের সংসারে সব কষ্ট মাথা পেতে মেনেছি, ছেলে আমার মানুষের মত বড় মানুষ হবে,
শুনেছি লোক মুখে ছেলে আমার মস্ত বড় অফিসার।
জানো নিভারণ, ছেলে আমার বিয়ে করেছে এক ধনীর আদরের মেয়ে,
আমরা গরীব তাই কখনও আমাদের বাড়িতে আসে নাই বেড়াতে,
বউকে খুশি করতে ছেলেও জন্মদাতা বাবা, মাকে গিয়েছে ভুলে।
জানো নিভারণ,গতমাসে কয়খানা চিঠি দিয়েছিলাম খোকা তোর মা বড় অসুস্থ
ডাক্তার দেখাতে হবে, কিছু টাকা দরকার
আজও চিঠির উত্তর আসে নাই,
ছেলে কবে বাড়ি আসবে অসুস্থ
মা অপেক্ষায় পথ চেয়ে আছে।
জানো নিভারণ, সম্পদ বলতে যা ছিল তিনখানি জমি সব বেচে ছেলেকে পড়ালেখা শিখিয়েছি,
আছে মাথা গাোজার ঠাঁই ভিটা বাড়ি।
বয়স বেড়েছে নানা অসুখ বিসুখে জরাজীর্ণ শরীর
প্রাইমারী স্কুল শিক্ষক পেনশনের কয়টা টাকা সম্বল ঔষুধ খাইলে পথ্য জুটে না এক বেলা খায়লে দুজন অন্যবেলা থাকি অনাহারী।