সে আমার নেই——-গুলজার হোসেন গরিব
সে আমার নেই…………গুলজার হোসেন গরিব
আমার চোখে কেউ এসিড নিক্ষেপ করো
গলে যাক চোখের মণি পুড়ে যাক এযাবৎ স্মৃতি,
আমি আর তাকে দেখতে চাই না।
আমার বুকটা ব্রাসফায়ারে ঝাঁঝরা করে দাও
আমার স্পন্দন স্তব্ধ হয়ে যাক,
বন্ধ হয়ে যাক শ্বাস প্রবাহ,
আমি আর একটি নিঃশ্বাসও নিতে চাই না।
আমার হাতগুলো কেটে টুকরো-টুকরো করে দাও
ফেলে দাও নদীতে না হয় সাগরে
মাছের খাদ্য হয়ে যাক আমার দুই হাত,
এ হাত দিয়ে তাকে আর স্পর্শ করতে চাই না।
আমার মনকে অগ্নগিরির মধ্যে ছুড়ে ফেলো
ভস্ম হয়ে যাক স্বপ্ন দেখার সব কোষ,
ভস্ম হয়ে যাক আমার মনের অস্তিত্ব,
আমি আর এ মন দিয়ে তাকে স্বপ্নে দেখতে চাই না।
আমার পা দুটোকে পাথর করে দাও
যেনো তার কাছে আর-
এক-কদমও না আসতে পারে,ফিরতে না পারে,
আমি আর এক-কদমও ফিরতে চাই না।
আমি কাকে এই চোখে দেখবো?
আমি কাকে এই বুকে জড়াবো?
আমি কাকে স্পর্শ করবো?
আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো?
আমি কাকে আশা করে ফিরে ফিরে আসবো-
যার কাছে আসবো,
সে আর আমার নেই।
আমি এতকাল আলেয়াকে আলো ভেবেছি।
আমি এতকাল বিষধর সাঁপকে বুকে রেখেছি।
আমি এতকাল দুঃস্বপ্নকে মনে পুষেছি।
আমি এতকাল যাকে ঠিকানা ভেবে খুঁজে ফিরেছি,
সে আমার নয়।
সে আমার নয়।
সে আমার নয়।
যার জন্য নষ্ট করেছি জীবনের
হাজারো চাওয়া-পাওয়া।
নষ্ট করেছি মাতৃকুল পিতৃকুল।
নষ্ট করেছি আমার প্রতি স্নেহ শ্রদ্ধা।
নষ্ট করেছি সমাজের বাধ্যবাধকতা।
নষ্ট করেছি আমি জীবনের জীবন।
আমি ভুল করেছি ভুলকে বিশ্বাস করে।
আমাকে কেউ মেরে ফেলো শেষ করে দাও,
আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না।
যার জন্য যৌবন থেকে আজব্দি জীবনকে
বিলুপ্তির মুখে ঠেলে এনেছি,
সে আর আমার নেই।
সে আর আমার নেই।
সে আমার নেই।