ঝিনাইদহে শরিফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
মনজুর আলম, ঝিনাইদহের চোখ
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে একাধিকবার নির্বাচিত মরহুম শরিফুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ৩টায় বাজার গোপালপুর স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার জাড়গ্রাম ও চুয়াডাঙ্গার তেহরিয়া ফুটবল একাদশের মধ্যে তুমুল প্রতিযোগিতার মধ্যদিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই ১-১ গোলে সমতায় শেষ হলে পেনান্টি শুট আউটে গড়ায়। এখানেও ৫-৫, ৩-৩, ১-১ গোলে খেলাটি আবারও সমতা হয়। ফলে ভাগ্য নির্ধারনে টসের মাধ্যমে তেহরি ফুটবল একাদশ জয় লাভ করে।
খেলা শেষে ২নং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলের সভাপ্রতিত্বে বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রাইজমানি ও ট্রফি পুরুস্কার বিতরন করেন। সে সময় খেলায় স্বেচ্ছাসেবকদেও পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্ব পালনকারি পুলিশ সদস্যদের পরুষ্কার প্রদান করা হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন ২নং মধুহাটি ইউনিয়ন আওয়ামি লীগের সভাপ্রতি আলমগীর আজাদ সম্রাট, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন, বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই সুজাউদ দৌলা, এএসআই মনির হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামি লীগ নেতা সাইদুর রহমান কোকন প্রমুখ।