কালীগঞ্জনির্বাচন ও রাজনীতি

ঝিনাইদহ ৪ এ আ.লীগের মনোনয়নপত্র কিনলেন যারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসন থেকে মনোনয়ন পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন কয়েকজন নেতাকর্মী। গত শুক্রবার ও শনিবার তারা মনোনয়ন পত্র ক্রয় করেছেন। এখনও অনেকে মনোনয়ন পত্র ক্রয় করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

যারা ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করছেন তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাবেক পৌরসভার মেয়র ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন বাবু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. রাশেদ শমসের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button