এক মুখে দুই বুলি—–গুলজার হোসেন গরিব
এক মুখে দুই বুলি—–গুলজার হোসেন গরিব
এক মুখে দুই বুলি
আছে বলে নাই এমনি কথায় চিন্তায় ঘামে খুলি!
নিরাকার-আকার কয় প্রভু প্রতিনিধি দল সবে
সাধারণ যত তাতে হয়ে ক্ষত ফাঁদে পড়ে কাঁদে ভবে।
বস্তুত যদি বস্তু না রয় নিরাকার বলি তাঁরে
দূত এসে বলে হিসাব নিবেন তোমার শেষবিচারে।
আকার যদি নাইবা রবে হিসাব নিবেন কে?
চেয়ার বসে কে করবে বিচার মানব স্বত্বাকে?
আকার ছাড়া পরিমাপ করে এমন জ্ঞানী কে সে?
তাও দেখি শুনি বেশধারি গুনি বলে এধরায় এসে।
এক মুখে দুই বুলি
আছে বলে নাই মৌ-লোভি ভাই ঐ মুখে মৌ তুলি।
শব আছে যত জীবিত হবে একদিন তাঁর সম্মুখে
লুটিয়ে পড়বে আর ক্ষমা চাবে মানুষে নানান দুঃখে।
মৌ-লোভি ফের বলে যায় ঢের প্রভু সে নিরাকার!
বুঝিয়ে তোলে সব সাধারণে প্রভুর খোদ আকার।
অচেনা রূপ আঁকতে পারে কে সে আছে ভুবনে?
মনগড়া ছবি কি বিশ্বাসে নেবে বিচক্ষণ জ্ঞানীজনে?
প্রভু চালকেরা তাই আঁকে সবে ভাবনার গভীরে
সেই ভাবনার গল্প দিয়ে অন্ধরে ফেলে তিমিরে।
এক মুখে দুই বুলি
আছে বলে নাই এই বাহানায় ধুর্ত ভরছে ঝুলি!
যারে আজো লোক লস্করে দুচোখে দেখেনি কভু
যায়না দেখা তাঁরেই তারা করেছে নামের প্রভু।
লীন করে নেবে দিনদুনিয়া দ্বিমতের মহাজন
প্রশ্ন হলো আছে কি মতে কেমন তাঁর দরশন?
প্রভুর সাথে নিজেকে রাখতে,আত্মসৃষ্টির বশে-
জগতের সব ধূলিকণা গোনে জগৎ কুলায় বসে।
বস্তু ছাড়া নাম দিতে পারে পৃথিবীতে কে আছে?
আছে কি বা নাই সঠিকটা চাই প্রচারকের কাছে?