ঝিনাইদহে অজ্ঞাত যুবকের মৃতদেহ পড়ে আছে হাসপাতালের বারান্দায়!
![উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন](https://i0.wp.com/jhc24.com/wp-content/uploads/2018/11/559151_300925090013179_2065042271_n-4.jpg?resize=780%2C440&ssl=1)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃতদেহ পড়ে আছে সোমবার দুপুর থেকে। কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারিনি। কেউ মৃতদহের পরিচয় নিশ্চিত না করতে পারায় হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে।
ইতিমধ্যে তারা কালীগঞ্জ থানা ও আনজুমান মফিদুল কে জানিয়েছে। রোববারা দুপুরে কে বা করা ঐ অজ্ঞাত যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে রেখে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: অরুন কুমার জানান, রোববার দুপুরে কে বা করা অজ্ঞাত এ যুবককে হাসপাতালের জরুরী বিভাগে রেখে চলে যায়। এর পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করায়।
সোমবার দুপুর ১টার দিকে সে মারা যায়। চিকিৎসক অরুন কুমার আরো জানান, সম্ভাবত রোগীটি হৃদরোগে আক্রান্ত হয়েছিল এবং মানুষিক ভাবে সমস্যাও থাকতে পারে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মৃতদেহ নিতে কেউ হাসপাতালে আসে। বাধ্য হয়ে আমরা পুলিশ ও আনজুমান মফিদুলকে জানানো হয়েছে।