ঝিনাইদহে বাবা-মায়ের নির্যাতনের শিকার শিশু ফাহিমকে নিয়ে গোপনে এলাকা ছেড়েছেন বাবা মতিউর ও মা মিরা খাতুন। মতিউরের বাড়ি উপজেলার চাঁদপুর গ্রামে।
সোমবার এ ঘটনার পর মতিউর ও মিরা এলাকাবাসীর রোষানল থেকে বাঁচতে রাতে কৌশলে আশা অফিস থেকে ছেলেকে নিয়ে পালিয়ে যান। মঙ্গলবার ‘এ কেমন মা-বাবা’ শিরোনামে সমকালে খবর প্রকাশের পর এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। নির্যাতনের খবরটি বেসরকারি সংস্থা আশার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে কবিরপুর ব্রাঞ্চ অফিস থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ ঘটনায় কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে। আশা কবিরপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার বজলুর রহমান বলেন, সমকালে খবর প্রকাশের পর মতিউরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
ফাহিমের বাবা মতিউর জানান, তার ছেলে স্কুল থেকে বিভিন্ন সময় কলম বা অন্য কোনো জিনিস নিয়ে আসত। তখন তার মা তাকে শাসন করেন এবং তিনি একটু জোরে কথা বলেন।