ঝিনাইদহ সদরটপ লিড
ঝিনাইদহে গাছিদের চোখ খেজুর গাছে
মনজুর আলম, ঝিনাইদহের চোখ-
সন্ধা হলেই শীত আগমনের শীতের আগমন বার্তা। সকালেও শিশির ভেজার পথ। যা শীতের আগমনের বার্তা জানান দিচ্ছে। এরই মধ্যে ঝিনাইদহের গাছিরা আগাম খেজুর গাছ তুলতে শুরু করেছে।
সদর উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুর রহমান বলেন, এখন আর আগের মত গাছি পাওয়া যাচ্ছেনা। গ্রামাঞ্চলে হাতে গনা কয়েকজন গাছি যারা খেজুর গাছ উঠাতে পারে।
কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর গ্রামের গাছি সাব্দার হোসেন বলেন, এখন আগের মত গাছ নেই। এবছর প্রতিটি খেজুর গাছ রস আনার উপযুক্ত করতে ৪০/৪৫ টাকা করে নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, এবছর ৬/৭`শ খেজুর গাছ তুলতে পারবেন বলে তিনি আশা করছেন।
বাজার গোপালপুর গ্রামের জামির হোসেন বলেন, আগাম গাছ তুললে আগেই গুড়, পাটালি তৈরি করা যায়। তাই দামও চাহিদা ভালো থাকে।