অন্যান্য
জিভ পুড়লে কী করলে আরাম পাবেন?
সময়ে অসময়ে আমরা বিভিন্ন খাবার খেতে গিয়ে আমরা জিভ পুড়িয়ে ফেলি। অনেকসময়ই এই ঘটনা ঘটে থাকে। এসব ক্ষেত্রে প্রথমে পুড়ে যাওয়া জায়গাটি কতটুকু জায়গাজুড়ে তা প্রথমে নির্ণয় করতে হবে। কেননা সেটি যদি গুরুতর হয় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
মধু
অ্যান্টিব্যাকটেরিয়াল ও সংক্রমণ কমাতে পারে মধু। তাই জ্বালা কমাতে মধুর আবরণ দিন পোড়া জিভে।
অ্যালোভেরা
পুড়ে গেলে দ্রুত ঠাণ্ডা কিছু রাখুন জিভে। এর জন্য অ্যালোভেরা খুবই কার্যকর। অ্যালোভেরা ব্যথা যেমন কমাবে, তেমনই জিভে ঠাণ্ডা ভাব এনে পোড়া জায়গায় আরাম দেবে।
বরফ
বরফ রাখুন জিভের পুড়ে যাওয়া অংশে। এতে ঠাণ্ডা অনুভূতি হবে ও জ্বালা কমবে অনেক। আর বরফ না পেলে ঠাণ্ডা পানি দিয়ে কুলকুচি করুন বার কয়েক।