ঝিনাইদহ সদর
ঝিনাইদহে মালিকের বাড়ি থেকে ৪ শ্রমিক উদ্ধার
ঝিনাইদহের চোখ –
ঝিনাইদহের “এস এম ব্রিকস ইট ভাটা” মালিকের বাড়ি থেকে চার ভাটার শ্রমিক উদ্ধার।
(গতকাল২৫নভেম্বর১৮) রবিবার সকালে ভাটার মালিক “মিজু”র নিজ বাড়ি থেকে ৪ ব্যক্তিকে উদ্ধার করেছে থানা পুলিশ ।
উদ্ধার কৃত ৪ ব্যক্তির বাড়ি কুষ্টিয়া জেলাই অবস্থিত।
এস এম ব্রিকস ইট ভাটার মালিকের মোবাইল ফোনে এব্যাপারে জানতে চাইলে তিনি ফোনের লাইন কেটে দেন। পরে আবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার (এস আই) কবির হোসেন বলেন, গোপন সংবাদের উপর ভিত্তি করে ঝিনাইদহ কাঞ্চননগর গ্রামে অবস্থিত এস এম ব্রিকস ইট ভাটার মালিক “মিজুর” নিজ বাড়ি “ঐতিহ্য বিলাস” এ অপারেশন চালিয়ে ভাটার ৪জন শ্রমিক কে উদ্ধার করা হয়। তাদের কে গত ২৩ তারিখে বাড়িতে আটকিয়ে রেখেছিলেন ভাটার মালিক। ধারনা করা হচ্ছে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে তাদের কে আটকিয়ে রাখা হয়েছিল।
কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে কেউ কোন অভিযোক না দেওয়াই উদ্ধারকৃত ব্যক্তিদের (জিম্মাই) পুলিশের হেপাজতে রাখা হয়েছে।