এক নজরে ঝিনাইদহ-১ শৈলকুপা’র নির্বাচনী পরিসংখ্যান
প্রিয় দর্শক, শুরু হয়ে গেছে একাদশ সংসদ নির্বাচনের ক্ষনগণনা।
ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের আদ্যপান্ত জানাতে ঝিনাইদহের চোখ পরিবার আপনাদের কাছে দায়বদ্ধ মনে করছে। আমরা আপনাদের পর্যায়ক্রমে জানিয়ে দিব ঝিনাইদহ-১(শৈলকুপা). ঝিনাইদহ-২( সদর উপজেলা+ হরিণাকুন্ডু), ঝিনাইদহ-৩( মহেশপুর+কোটচাঁদপুর) এবং ঝিনাইদহ-৪( কালীগঞ্জ+সদরের একাংশ) আসনের বিগত সমস্ত পরিসংখ্যান।
প্রথমেই ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের বিগত নির্বাচনগুলি আজ এক নজরে জানিয়ে দিচ্ছি । থাকুন ঝিনাইদহের একমাত্র জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঝিনাইদহের চোখ’র সাথেই …
আসনের নাম: ঝিনাইদহ-১(শৈলকুপা): বর্তমানে মোট ভোটার ২,৭৬,২৫৪জন, পুরুষ ভোটার ১,৩৮,০৩৬ জন, নারী ভোটার ১,৩৮,২১৮জন ।
এক নজরে বিগত নির্বাচন:
১০ম সংসদ নির্বাচন-২০১৪, আসন: ঝিনাইদহ-১ শৈলকুপা:
মোট ভোটার ছিল ২,৪৮,৪৮৪জন, ভোট কেন্দ্র ছিল:১১০টি
১.আবদুল হাই
দল: আওয়ামী লীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ১,১১,১৫৩
২.নায়েব আলী জোয়ার্দ্দার,
দল: স্বতন্ত্র, প্রতীক: ফুটবল, প্রাপ্ত ভোট: ১৮,৬২৮
৯ম সংসদ নির্বাচন-২০০৮, আসন: ঝিনাইদহ-১ শৈলকুপা:
মোট ভোটার ছিল ২,২২,২৮২জন, মোট কেন্দ্র ছিল ৯৯টি, বৈধ ভোট পড়ে ২,০৫,৭৮২টি, অবৈধ ভোট পড়ে ১৬১৮টি, না ভোট পড়ে ৫৪৮ টি ।
১.আবদুল হাই
দল: আওয়ামী লীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ১,০৯,০৫০
২.আবদুল ওহাব
দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ৮৫,৮৯৯
৮ ম সংসদ নির্বাচন-২০০১,আসন: ঝিনাইদহ-১ শৈলকুপা:
১.আবদুল হাই
দল: আওয়ামী লীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ৯২,৬৫২
২.আবদুল ওহাব
দল: বিএনপি প্রতীক: ধানের শীষ প্রাপ্ত ভোট: ৯২,৩০৬
৭ ম সংসদ নির্বাচন-১৯৯৬,আসন: ঝিনাইদহ-১ শৈলকুপা:
১.আবদুল ওহাব
দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ৭৫,১০৫
২.মো. কামরুজ্জামান
দল: আওয়ামী লীগ প্রতীক: নৌকা প্রাপ্ত ভোট: ৬৮,৫১৪
৫ ম সংসদ নির্বাচন-১৯৯১, আসন: ঝিনাইদহ-১ শৈলকুপা:
১.আবদুল ওহাব
দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ৬৩,৬৬৩
২.মো. কামরুজ্জামান
দল: আওয়ামী লীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ৪৬,০২৯