ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের গাছ কেটে নিল আ.লীগ নেতা
রামিম হাসান
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়ভাদড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের জিকে সেচ খালের ২৫টি ইপিলইপিল গাছ বেআইনিভাবে কেটে বিক্রি করছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান মোল্লা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা গাছ কাটছে ও বিক্রিত গাছ নসিমন বোঝায় করে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
গাছকাটা শ্রমিক শরিফুল জানান, আমরা শ্রমিক। আমাদের ডেকে আনা হয়েছে গাছগুলো কাটার জন্য। মশিউর রহমান মোল্লা গাছকাটার নির্দেশ দিয়েছেন। তবে বিনা টেন্ডারে গাছগুলো কাটা হচ্ছে বলে শ্রমিকরা জানান।
মশিউর রহমান মোল্লা আরো জানান, কৃষকেরা ক্ষতি হচ্ছে বলে গাছগুলো কেটে নিচ্ছি। কৃষকেরা আমার কাছে অভিযোগ করেছিল তাই আমি গাছগুলো কাটছি। টেন্ডারের মাধ্যমে গাছ কাটছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এড়িয়ে যান।
এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান, গাছকাটার বিষয়ে আমরা কিছুই জানি না। বেআইনি ভাবে গাছ কাটা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।