ঝিনাইদহে গরীবের মার্কেট জমতে শুরু করেছে
ভোরের শিশির আর হিমেল হাওয়া জানিয়ে দিচ্ছে শীত দ্বারপ্রান্তে। তাইতো শীত নিবারণের জন্য একটু আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে ঝিনাইদহের নিম্ন আয়ের মানুষ। ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে তারা।
ঝিনাইদহ শহরের পায়রাচত্বর, আরাপপুর, পোস্ট অফিস মোড়, হামদহসহ বিভিন্ন স্থানে ফুটপাতে বসা গরম কাপড়ের দোকানগুলোতে নিম্ন আয়ের ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এখান থেকে বেছে বেছে তারা তাদের পছন্দের পোশাক কিনছে। এখানে স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে সোয়েটার, জ্যাকেট, মাফলার, কোট, প্যান্ট, কানটুপিসহ বিভিন্ন প্রকার শীতবস্ত্র।
মূলত শীতের কারণে এখানে গরম কাপড়ের ব্যাপক চাহিদা বেড়েছে। এ কারণে ফুটপাতে দোকানিরা কম দামের কাপড়ের পসরা বসিয়েছে। এসব কাপড় ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম থেকে ক্রয় করে নিয়ে এসে বিক্রি করছে। শীতের তীব্রতা বাড়লে চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।