এক নজরে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের নির্বাচনী পরিসংখ্যান
প্রিয় দর্শক, শুরু হয়ে গেছে একাদশ সংসদ নির্বাচনের ক্ষনগণনা। ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের আদ্যপান্ত জানাতে ঝিনাইদহের চোখ পরিবার আপনাদের কাছে দায়বদ্ধ মনে করছে। আমরা আপনাদের পর্যায়ক্রমে জানিয়ে দিব – ঝিনাইদহ-১(শৈলকুপা). ঝিনাইদহ-২( সদর উপজেলা+ হরিণাকুন্ডু), ঝিনাইদহ-৩( মহেশপুর+কোটচাঁদপুর) এবং ঝিনাইদহ-৪( কালীগঞ্জ+সদরের একাংশ) আসনের বিগত সমস্ত পরিসংখ্যান।
ধারাবাহিক এই প্রতিবেদনে আজ ঝিনাইদহ-৩: মহেশপুর-কোটচাঁদপুর আসনের বিগত নির্বাচনগুলি এক নজরে জানিয়ে দিচ্ছি । থাকুন ঝিনাইদহের একমাত্র জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঝিনাইদহের চোখ’র সাথেই …
আসনের নাম: ঝিনাইদহ-৩(মহেশপুর-কোটচাঁদপুর): বর্তমানে মোট ভোটার ৩,৬০,৮৭৯জন, পুরুষ ভোটার ১,৮১,৭২৮ জন, নারী ভোটার ১,৭৯,১৫১জন ।
এক নজরে বিগত নির্বাচন:
১০ম সংসদ নির্বাচন-২০১৪, আসন: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর): মোট ভোটার ছিল ৩,১৭,৮১৮জন, ভোট কেন্দ্র ছিল:১৪৭টি ১.নবী নেওয়াজ দল: আওয়ামীলীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ৪৬,১০৫ ২.কামরুজ্জামান স্বাধীন দল: জাতীয় পার্টি, প্রতীক: লাঙ্গল, প্রাপ্ত ভোট: ১,৪৬৫
৯ম সংসদ নির্বাচন-২০০৮, আসন: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর): মোট ভোটার ছিল ২,৮১,১৭৩জন, মোট কেন্দ্র ছিল ১৩৮টি, বৈধ ভোট পড়ে ২,৬১,৯৩৮টি, অবৈধ ভোট পড়ে ১,৭০১ টি, না ভোট পড়ে ৭৫১ টি । ১.শফিকুল আজম খান দল: আওয়ামী লীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ১,১৮,৩৬১ ২.মতিয়ার রহমান দল: জামায়াত ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট: ৮১,৭৩৯
৮ ম সংসদ নির্বাচন-২০০১,আসন: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর): ১.শহিদুল ইসলাম দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ১,২৭,০২৩ ২.সাজ্জাতুজ জুম্মা দল: আওয়ামীলীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ৮৪,২৮৯
৭ ম সংসদ নির্বাচন-১৯৯৬,আসন: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর): ১.শহিদুল ইসলাম দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ৬৫,৭২৫ ২.এএসএম মোজাম্মেল হক দল: জামায়াত ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট: ৫৬,৪৫৮
৫ ম সংসদ নির্বাচন-১৯৯১, আসন: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর): ১.শহিদুল ইসলাম দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ৬১,৩৯১ ২.এএসএম মোজাম্মেল হক দল: জামায়াত ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট: ৪৪,৮৬১