ঝিনাইদহ সদর
ঝিনাইদহের নুতন এসিল্যান্ড ফাতেমা-তুজ-জোহরা
ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ফাতেমা-তুজ-জোহরা। সম্প্রতি খুলনা জেলার তেরখাদা উপজেলা থেকে বদলি হয়ে তিনি ঝিনাইদহ সদরে যোগদান করেন। ৩৩ তম বিসিএসএর মাধ্যমে ২০১৪ সালে তিনি প্রথমে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থীর বাড়ি বাগেরহাট সদর উপজেলায়।
নবাগত এসিল্যান্ড ফাতেমা-তুজ-জোহরা বলেন, ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছি।