ঝিনাইদহে নৌকার বিজয়ে এক হয়ে কাজ করতে হবে-কনক কান্তি
সাজ্জাদ আহমেদ-
ঝিনাইদহে নৌকা মার্কার নির্বাচনী পথ সভায় ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করে ঝিনাইদহ-২ আসন জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিতে হবে।
বিকালে সদর উপজেলার ৯নং পোড়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নৌকা মার্কার নির্বাচনী পথ সভায় এ কথা বলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।
তিনি আরও বলেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীণতার প্রতিক, উন্নয়নের প্রতীক, শান্তি ও সমৃদ্ধির প্রতীক নৌকায় সমস্ত দ্বিধা ভূলে ঐক্যবদ্ধভাবে আবারও ভোট দিয়ে ঝিনাইদহ হরিণাকু-ু ২ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন।
গণসংযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ আব্দুর রশীদ,সাধারন সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, দোগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়জুল্লাহ ফয়েজ, জেলা কৃষক লীগ সভাপতি সাজেদুর ইসলাম সোমসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।