দ্বিধা ভূলে ঐক্যবদ্ধ হোন—ঝিনাইদহে কনক কান্তি দাস
সাজ্জাদ আহমেদ-
ঝিনাইদহে নৌকা মার্কার নির্বাচনী পথ সভায় ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করে ঝিনাইদহ-২ আসন নৌকার বিজয় আনতে হবে।
স্বাধীণতার প্রতিক, উন্নয়নের প্রতীক, শান্তি ও সমৃদ্ধির প্রতীক সমস্ত দ্বিধা ভূলে ঐক্যবদ্ধভাবে আবারও নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে হরিনাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের হিজলী গ্রামে মতবিনিময় সভায় এ কথা বলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।তিনি আরও বলেন সমস্ত দ্বিধা ভূলে ঐক্যবদ্ধভাবে আবারও ভোট দিয়ে ঝিনাইদহ হরিণাকু-ু ২ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন।রাত অবধী হরিনাকুন্ডু উপজেলায় গণসংযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী গনসংযোগ ও পথ সভায় শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষের শতস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।