বঙ্গবন্ধু সৈনিক লীগের ঝিনাইদহ জেলা কমিটি অবৈধ ঘোষণা
ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিক লীগের ৭১ বিশিষ্ট জেলা কমিটি অবৈধ ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু সৈনিক লীগ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জিএইচএম কাজল স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি জেলা আওয়ামী লীগসহ সৈনিক লীগ কার্যালয়ে এসে পৌচ্ছায়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ নভেম্বর ঘোষিত বঙ্গবন্ধু সৈনিক লীগের ঝিনাইদহ জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত নয়। সুতরাং ওই কমিটি ও কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম অবৈধ। চিঠিতে আরো উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক পুর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত পূর্বের আহবায়ক কমিটি বহাল থাকবে।
উল্লেখ্য-বঙ্গবন্ধু সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখায় সৈয়দ আল ইমরানকে আহবায়ক ও আব্দুল মান্নান যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কিন্তু বর্তমানে আব্দুল মুসা সভাপতি ও মিজানকে সাধারন সম্পাদকসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটির কথা প্রচার করা হচ্ছে এবং পরিচয় দেওয়া হচ্ছে। যার কারণে দলের মধ্যে বিভ্রান্তি হচ্ছে।