ধর্ম ও জীবন
ঘর পুড়ে ছাই হলেও অক্ষত কোরআন শরীফ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আগুনে ৩টি বসত ঘর পুড়ে ছাই হলেও সেখানে অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জাহিদ মোল্লা জানান, রাতে বৈদুত্যিক কুকার বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়, তবে অক্ষত থাকে ঘরে রাখা পবিত্র কোরআন শরীফটি। আগুনে ঘরের সব মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির। খবর পেয়ে সকালে চেয়ারম্যান শাহিনুল আলম সানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।