ধর্ম ও জীবন

মৃতব্যক্তির পাশে কুরআন তিলাওয়াত, ইসলাম কী বলে

সমাজে মৃতব্যক্তির পাশে বসে কুরআন তিলাওয়াত নিয়ে বিভিন্নজনকে বিভিন্ন ধরনের কথা বলতে শোনা যায়। কেউ বলে, মৃতব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে মৃতব্যক্তি নাপাক তাই সেখানে কুরাআন তিলাওয়াত করা যাবে না।

কেউ বলে, মনে মনে তিলাওয়াত করা যাবে। কেউ বলে, জোরে তিলাওয়াত করাও জায়েজ। আসলে সঠিক মাসআলা কোনটি? দলীল-প্রমাণসহ অনেকেই আমরা জানি না।

মৃত ব্যক্তির পাশে নিঃশব্দে গোসলের আগেও কুরআন তিলাওয়াত করা জায়েয। আর লাশ আপাদমস্তক ঢেকে দিলে গোসল দেওয়ার পূর্বেও তার পাশে সশব্দে তিলাওয়াত করা জায়েয আছে। তবে গোসল দেওয়ার আগে মায়্যিতকে না ঢেকে তার পাশে বসে সশব্দে কুরআন তিলাওয়াত করা মাকরূহ।

তাবয়িনুল হাকায়েক ১/৫৬৪; শরহুল মুনয়া পৃষ্ঠা ৫৭৭; আলবাহরুর রায়েক ২/১৭১; হালবাতুল মুজাল্লি ২/৫৯৭; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর ১/৩৬৫

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button