নির্বাচন ও রাজনীতিহরিনাকুন্ডু

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নির্বাচনী সভায় সমি সিদ্দিকী

হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে এক  নির্বাচনী সভা বিআরবি ইট ভাটা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাড, বজলুর রহমানের সভাপতিত্বে স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম শিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নেতা মাহমুদুল ইসলাম ফোটন।

এছাড়া অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক জেলা পরিষদ মেম্বর আশরাফুল হক জুয়েল, তাহজীব আলম সিদ্দিকীর প্রতিনিধি রওশন আলী, আওয়ামীলীগের জোড়াদহ ইউনিয়ন সভাপতি জহির রায়হান, ফজলুর রহমান মাস্টার, ফলসী ইউনিয়ন সেক্রেটারী সমিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হাসান।

দলীয় নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন হেলাল উদ্দীন মেম্বর, জাহাঙ্গীর আলম মেম্বর, মশিয়ার রহমান মশাল মেম্বর, সাবেক মেম্বরদের মধ্যে হবিবর রহমান, বজলুর রহমান জোয়ার্দ্দার, আব্দুল মুন্নাফ, ডা.আতিয়ার রহমান প্রমূখ। নির্বাচনী সভায় ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেক্রেটারী, সকল সহযোগী সংগঠনের নেতৃবন্দসহ বিপুল সংখ্যক সাধারন ভোটার উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button