ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

এইচ.মাহবুব মিলু—
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিক্ষা অফিসের আয়োজনে চলতি বছরের শেষ মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মিলনআয়তনে উপজেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুর রহমানের সভাপতিত্বে মাসিক সমন্ময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৫ জন প্রধান শিক্ষক অংশ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জি.এম. কামাল হোসেন, মাহামুদ হাসান, শাহানাজ পারভীন, জেসমিন আরা প্রমূখ। সভায় শিক্ষা অফিসার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক কে নির্বাচন কাজে সহযোগিতার আহবান জানায়, এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে আগামী ২০১৯ সালের পাঠ্য পুস্তক চলতি মাস (ডিসেম্বর ২০১৮) এর শেষের দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে হস্তান্তরের কথা ব্যক্ত করেন।