ঝিনাইদহে মা ও অভিভাবক সমাবেশ

এইচ.মাহবুব মিলু—
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফলসী ইউনিয়নের শিংগা আশরাফ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিশুদের পাশাপাশি মায়েদের বিদ্যালয় মুখী ও সচেতন করা, বিদ্যালয়ে শতভাগ ভর্তি উপস্থিতি সহ ঝরে পড়া রোধ কল্পে করণীয় বিষয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হযেছে।
বুধবার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান শিক্ষক আসাদুজ্জামান আলম এর পরিচালনায় অতিথিদেরে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুর রহমান, ফলসী ইউ.পি চেয়ারম্যান ও উপজেলা আ”লীগ নেতা মোঃ ফজলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহামুদ হাসান, জি.এম, কামাল হোসেন, মোছাঃ শাহানাজ পারভীন, মোছাঃ জেসমিন আরা।
এছাড়াও সমাবেশে ছাত্র-ছাত্রীদের মা ও অভিভাবক সহ আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহী মহাম্মদ ইমরান, কন্যাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম, রামচন্দ্রপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামানা ও কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসনে সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
সমাবেশে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান বিদ্যালয়ের আসা-যাওয়ার একমাত্র রাস্তাটি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই পূণনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।