ঝিনাইদহ-১ আসনের ধানের শীষের প্রার্থীর উঠান বৈঠক

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড. আসাদুজ্জামানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বারইপাড়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আসাদুজ্জামান নেতা কর্মীদের বলেন আওয়ামীলীগের কোন উসকানীতে পা দেওয়া যাবেনা।
খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আামদের নির্বাচনে জয় ছাড়া কোন উপায় নাই, তাই নেতা কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নাসরিন আক্তার মৌসুমি, ঢাকা বারের সদস্য এ্যাড. রেজাউল ইসলাম, প্রভাষক কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য আবু তালেব মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আলাল বিশ্বাস, আব্দুল বারি মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম হিটু সহ অসংখ্য নেতা কর্র্মী।