ঝিনাইদহের চোখঃ
গ্রাম বাংলার অতি দরিদ্র মানুষের কাছে বুনো কচু এখনও একটি উপাদেয় খাদ্য। এক সময় এই কচুই ছিলো তাদের ক্ষুধা নিবারণ করার প্রধান উপায়। কিন্তু সেদিন আর এখন নেই।
প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঘরে এখন অনেকটাই সুদিন। তারা আর আগের মতো দিনের পর দিন না খেয়ে কাটায় না। তবুও অভাব যে নেই তা নয়। এখনও অনেক মানুষের ঘরে তিনবেলা পেটপুরে খাবার খাওয়া স্বপ্নের মতো।
বিশেষ করে যাদের আয় রোজগার করার তেমন কেউ নেই। সকালে দেখা গেল ঝিনাইদহের শৈলকুপা শহরের ওয়াপদা কলোনির একপ্রান্তে বসে একটি খুন্তা (ছোট আকারের শাবল) দিয়ে মাটি খুঁড়ে বের করছেন ছোটছোট বুনো কচু। যা তার সারাদিনের ক্ষুধা মেটাতে হয়ত সাহায্য করবে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, আমরা খুবই গরীব। সংসার চলে না। তাই বুনো কচু তুলে বাড়ী যেয়ে রান্ন করে খাই। খড়ি কুড়াই। আমাদের সংসারে সবই আসে কুড়িয়ে বা মাটি থেকে তুলে।