শৈলকুপা

ঝিনাইদহের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের শৈলকুপার কৃতি সন্তান, পরিকল্পনা কমিশনের অবসরপ্রাপ্ত উপ-প্রধান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুর রহমান।

১৯৫৪ সালের ৯ই জানুয়ারি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের জালশুখা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম গোলাম কওসার ও মাতা মরহুমা সখিনা খাতুনের ৩য় সন্তান জনাব রহমান।

তিনি খুলুমবাড়ীয়া প্রাইমারি স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। বিপ্রবগদিয়া জুনিয়র হাই স্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত এবং শৈলকুপা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৯ সালে এসএসসি পাশ করেন। ১৯৬৯ সালে শৈলকুপা কলেজ প্রতিষ্ঠার পর তিনি উক্ত কলেজে ভর্তি হয়ে ১ম ব্যাচের ছাত্র হওয়ার গৌরব অর্জন করেন। ঝিনাইদহ কে সি কলেজ থেকে বি.কম. এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে এম. কম. ডিগ্রী অর্জন করেন। ১৯৭৯ সালে বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীতে যোগদান করে কর্মজীবন শুরু করেন।

১৯৮০ সালের ১৬ই জুন তিনি পরিকল্পনা কমিশনে যোগদান করেন। ২০১৫ সালে পরিকল্পনা কমিশন থেকে অবসর গ্রহণ করেন। অবসরকালিন সময়ে এই গুণি মানুষটি নানাবিধ সামাজিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত সময় কাটান। তিনি ঢাকাস্থ শৈলকুপা উপজেলা সমিতির বর্তমান সভাপতি।

আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button