স্বপ্ন দেখে মন–গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
স্বপ্ন দেখে মন–গুলজার হোসেন গরিব
যেদিনের স্বপ্ন দেখে মন
সেদিন আসেনি,সেদিন কি আসবে?
কত কি না স্বপ্ন দেখে মন।
মন স্বপ্ন দেখে
সবাই আল্লা বলে ডাকছে
বা ভগবান বলে নতুবা গড অথবা ঈশ্বর বলে,
এর বিপরিতও দেখে এরা
এদেরকে কেউ ডাকছে না,এরা কেউ শ্রদ্ধাশীল নয়।
বুদ্ধি এখন এই নামধারী স্রষ্টাদের মানতে চায় না,
মাথা থেকে একদম মুছে দিতে চায়।
মন স্বপ্নে চায়
এই নামধারী প্রভুদের অস্তিত্ব মিলুক,
যতদিন প্রভুদের অস্তিত্ব না মেলে,ততদিন মানুষ
অদৃশ্য সৃষ্টিকর্তার বিশ্বাসে পথ চলুক,
গবেষণা করুক প্রভুদের অস্তিত্ব সন্ধানে।
স্বপ্নে শিশুরা
শিশুরা বাবা মায়ের বুনে দেয়া পরলোক ভয়
মানতে চায় না,পরলোক ভয়!ভয় পায় না।
কচি হাতগুলো যন্ত্র চায়,যন্ত্র ভেঙে দিতে চায়
সভ্যতার সব পুরাতন প্রাচীর।
স্বপ্নে মানুষ
মানুষ ভুলেগেছে কার কোথায় জন্ম,কার কোন ধর্ম।
ভুলেগেছে গোত্র বিদ্বেষ বর্ণ বিদ্বেষ বিত্ত দম্ভ।
মানুষ শপথ করছে কাউকে শেষ করে বড় হবোনা,
শপথ করছে মানবতা হোক মানুষের ঠিকানা।