মনোনয়ন ফরম তুললেন ঝিনাইদহের মনিকা আলম
ঝিনাইদহের চোখঃ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি।
বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত মাত্র ১৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। ১টার পর কার্যালয়ে আর মনোনয়ন ফরম কিনতে আগ্রহীদের দেখা যায়নি।
দুপুর একটা পর্যন্ত যারা মনোনয়ন ফরম কিনেছেন- সালমা হোসেন, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, অ্যাডভোকেট সাহিদা রহমান রিঙ্কু, পারভীন ওসমান, সুলতানা পারভীন, ডা. সেলিমা খান, মনিকা আলম, অ্যাডভোকেট সালমা ইসলাম, মোসাম্মৎ স্বপ্না বেগম, সৈয়দ পারভীন তারেক, রিনা নাসরিন, ডা. শাহীনা আখতার এবং মাহমুদা রহমান মুন্নি।
জাপা সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির মনোনীত সংরক্ষিত নারী আসনে চারজনকে গত ৯ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। ওই দিনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের বরাবরে চিঠি পাঠানো হয়। তাই মনোনয়ন ফরম কিনতে আগ্রহ দেখাচ্ছে না দলের নারী নেতারা।
সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি মনোনীতরা হলেন – পারভীন ওসমান (নারায়ণগঞ্জ), ডা. শাহীনা আক্তার (কুঁড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী) ও মনিকা আলম (ঝিনাইদহ)।
সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে জাতীয় পার্টি পাচ্ছে ৪টি।
আগেই ৪ জনকে মনোনয়ন দেয়ার বিষয়ে জানতে চাইলে রাঙ্গা বলেন, চেয়ারম্যান স্পিকারকে চিঠি দিয়েছেন। পরে আবার উইথড্র করেছেন। সংবিধান অনুযায়ী মনোনয়ন জমা দিতে হবে নির্বাচন কমিশনে। পদ্ধতিগত সমস্যা ছিল, তাই নতুন করে ফরম বিক্রি শুরু হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিক্রি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা দুপুর ১২টায় বিক্রি শুরু হয়। ফরম বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। গতকাল পার্টির পক্ষ থেকে জানানো হয়েছিলো সকাল ১০টা এ কার্যক্রম শুরু হবে।
মনোনয়ন ফরম উত্তোলন করা যাবে ২২ জানুয়ারি পর্যন্ত। আর প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তা চলবে। ১০ হাজার টাকা দলীয় ফান্ডে জমা দিয়ে সংগ্রহ করা যাচ্ছে এই ফরম।