কালীগঞ্জ
ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী জামিনে মুক্ত
শাহরিয়ার আলম সোহাগ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ থেকে জামিনে মুক্তি পেয়ে বের হন।
এর আগে গত ৯ জানুয়ারি রমনা মডেল থানায় দায়ের হওয়া দুটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন তিনি। চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এরপর ২৪ জানুয়ারি দুটি মামলায় জামিন পেয়ে শুক্রবার তিনি কারাগার থেকে বের হন।