ঝিনাইদহ সদর
এই ব্যক্তি প্রতিবন্ধী কার্ড পাবার যোগ্য কি না?

ঝিনাইদহের চোখঃ
ছবির এই মানুষটার নাম জহিরুল ইসলাম
নাম জহুরুল ইসলাম জন্ম ১৯৭৫ সালের ১৪ ই আগস্ট। বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামে। বাবার নাম ইউসুফ আলী।
জন্মের শুরুতেই প্রতিবন্ধী হয়ে জন্ম গ্রহণ করেছে। তার মা বেঁচে আছে। তার মা দেখা শুনা করে। কিন্ত বয়স হয়ে যাবার কারনে সে আর শরীরের সাথে কুলিয়ে উঠতে পারছে না। মা ছাড়া কে কার দেখে?
প্রতি দিন জহুরুল কোরআন পড়া শোনে মনোযোগ সহকারে। কেউ তাদের বাড়িতে গেলে সে বসতে বলে এবং নাস্তা দিতে বলে। এই মানুষটি এখন পরিবারের বোঝা হয়ে পড়েছে।
এর পরেও এই মানুষটার নেই কোন প্রতিবন্ধী কার্ড সে পায়না প্রতিবন্ধী ভাতা। সে আসেনি এলাকার জন প্রতিনিধিদের নজরে। এই ব্যক্তি প্রতিবন্ধী কার্ড পাবার যোগ্য কি না?