ঝিনাইদহের শৈলকুপায় পুলিশ সেবা সপ্তাহ পালিত

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল শৈলকুপা থানা প্রশাসনের আয়োজনে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমানের নেতৃত্বে র্যালীতে অংশগ্রহণ করেন শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, ত্রিবেনী ইউপি চেয়ারম্যান জহুরুল হক খান, হাকিমপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জিকুসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, বনিক সমিতির সভাপতি আব্দুস সোবহানসহ গণমান্য ব্যক্তিবর্গগণ।
পরে শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর উপস্থিতিতে পুলিশ হেল্প লাইন এ্যাপস, ৯৯৯ সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও সেবা গ্রহিতাদের দ্রুত আইনী সহায়তা প্রদানসহ ইত্যাদি সেবা মূলক কার্র্যক্রমের উদ্বোধন করা হয়। ২৭ জানুয়ায়ারি থেকে শুরু হওয়া পুলিশ সেবা সপ্তাহ ২ ফেব্রুয়ারি শেষ হবে।