শৈলকুপা
ঝিনাইদহের শৈলকুপায় কুমার নাট্যদলের যাত্রাপালা
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহ্যবাহী কুমার নাট্যদলের উদ্যোগে শনিবার সন্ধ্যা থেকে ৯নং মনোহরপুর ইউনিয়নের সম্মুখে দুই দিন ব্যাপী যাত্রাপালা শুরু হয়েছে।
শৈলকুপার স্থানীয় শিল্পিদের পরিবেশনায় এ যাত্রাপালার উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহম্মেদ। শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর প্রধান পৃষ্ঠপোষকতায় চলছে শৈলকুপা থেকে প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী যাত্রাশিল্প।
প্রথম দিনে চলছে অপার বাংলার প্রখ্যাত নাট্যকার রঞ্জন দেবনাথ রচিত “জীবন নদীর তীরে” ও দ্বিতীয় দিনে চলবে ভৌরভ নাথ গঙ্গোপাধ্যায় রচিত যাত্রা পালা “অনুসন্ধান”।