কন্যা সন্তান কি ৩ বছর পর্যন্ত মায়ের স্তন পান করতে পারে?
ঝিনাইদহের চোখঃ
প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার একটি দুই বছরের মেয়ে আছে অনেকে বলে মেয়েরা তিন বছর মায়ের দুধ খেতে পারে আর ছেলেরা আড়াই বছর। এটা কি ঠিক?
উত্তর : শিশু সন্তানের মায়েরা তাদের শিশুদেরকে কত বছর পর্যন্ত দুধ পান করাবে সেই বিধানও আল্লাহ তাআলা তাঁর পবিত্র কুরআনে সুষ্পষ্ট ভাবে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, “তার মা কষ্টের সাথে তাকে গর্ভধারণ করে, কষ্টের সাথে প্রসব করে এবং গর্ভধারণ করতে ও দুধ ছাড়াতে ৩০ মাস লাগে। (সূরা আহকাফ- ১৫)
অর্থাৎ ৬ মাস গর্ভধারণ, ২৪ মাস দুধ পান করানো = ৩০ মাস। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, “শিশুর মায়েরা তাদের সন্তানদের পুরো ২ বছর দুধ পান করাবে।” (সূরা বাকারা- ২৩৩)
ইসলামে শিশু ছেলে ও মেয়ের দুধ পান করানো ব্যাপারে কোনো বৈষম্য করেনি। যে বৈষম্যের কথা সমাজে প্রচলিত আছে তা মানব রচিত বৈষম্য। তাই ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর বিধান অনুযায়ী পূর্ণ ২ বছর দুধ পান করাতে হবে, এর ঊর্ধ্বে নয়।