শৈলকুপা

সুলতান পদক পাচ্ছেন ঝিনাইদহের কৃতি সন্তান শিল্পী মুস্তাফা মনোয়ার

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নড়াইল শহরের সুলতান মঞ্চে ১০ দিনব্যাপী সুলতান মেলা আয়োজন করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি বছর এই সুলতান মেলায় এক জন গুণী শিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করে। এবছর সুলতান স্বর্ণ পদক ২০১৮ পাচ্ছেন ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামের কৃতি সন্তান শিল্পী মুস্তাফা মনোয়ার।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৩-১২ মার্চ ২০১৯ মেলাকে ঘিরে রয়েছে চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, লাঠিখেলা, ঘোড়া দৌড়, হাডুডু খেলা, রশি টানাটানি, সুলতানের কর্ম ও জীবনীর ওপর আলোচনা ও সুলতান স্বর্ণপদক প্রদান।

পদকপ্রাপ্ত শিল্পীকে আগামীকাল ১২ মার্চ ২০১৯ নড়াইল সুলতান মঞ্চে মেলার সমাপনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পক্ষ থেকে সুলতান পদক তুলে দেওয়া হবে। শিল্পীকে একটি স্বর্ণের মেডেল ও সনদপত্র প্রদান করা হবে।

শিল্পী মুস্তাফা মনোয়ার-জন্ম ০১ সেপ্টেম্বর ১৯৩৫। শিক্ষা জীবনে প্রথম শ্রেণিতে প্রথম, কলিকাতা চারু ও কারুকলা সরকারি মহাবিদ্যালয়, ভারত ১৯৫৯। বর্তমানে তিনি বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে যুক্ত আছেন।

বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য দায়িত্বে ছিলেন মহাপরিচালক-বাংলাদেশ টেলিভিশন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ব্যবস্থাপনা পরিচালক-বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।

তার পুরস্কারের ঝুলিতে রয়েছে কলিকাতা, ভারত ১৯৫৭ সালে কলিকাতার একাডেমি অব ফাইন আর্টস আয়োজিত নিখিল ভারত চারু ও কারুকলা প্রদর্শনীতে প্রাফিক্স শাখায় শ্রেষ্ঠ কর্মেল স্বীকৃতি স্বর্ণ পদক, চারুকলার ক্ষেত্রে গৌরবময় অবদান ২০০৪ সালে একুশে পদক, শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি পরিষদ কর্তৃক শিল্পাচার্য স্বর্ণ পদক ২০০৩, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউল ফিল্ম ও টেলিভিশন মিউজিক এ্যাওয়ার্ডস ২০০৪, ঢাকা কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন কর্তৃক (শিল্পকলায়) লাইফ টাইম এ্যাচিভমেন্ট, ২০১২ সালে বাংলা একাডেমি সম্মান সূচক ফেলোশিপ এবং মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক জয়নুল সম্মাননা এবং বিশ্ব পুতুল নাট্য দিবস ২০১৮ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই বরেণ্য শিল্পী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button