ঝিনাইদহের ৩টি উপজেলায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী
রামিম হাসান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের ৩টি উপজেলায় বিদ্রোহী নিয়ে বিপাকে নৌকার প্রার্থীরা।এদের কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। যায় প্রভাব ভোটের মাঠে পড়ার আশংকা রয়েছে। কিন্তু এব্যাপারে নিশ্চুপ রয়েছে কেন্দ্রীয় নেতারা।
নির্বাচন অফিস ও দলীয় সূত্রে জানা যায়,ঝিনাইদহ সদর উপজেলায় প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অব্দুর রশীদ। তাকে ছাড় দিতে নারাজ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জে এম রশিদুল আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন।
২০১৪ সালে হরিণাকুন্ডু উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাথীর ভরাডুবি হয়েছিল দলীয় কোন্দলের জেরে। এবারো সেই কোন্দল রয়েছে। নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দারকে ঠেকাতে মরিয়া এক বিদ্রোহী প্রার্থী। মনোনয়ন বঞ্চিত হওয়ায় জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মো:জাহাঙ্গীর হোসাইন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকায় নৌকার প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে বেগ পেতে হবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়্যারম্যান পদে আওয়ামী লীগের মনোনয় পেয়েছেন নায়েব আলী জোয়ার্দার। তাকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছের বর্তমান চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা। বিদ্রোহী প্রাথী মাঠে থাকায় স্থানীয় আওয়ামীলীগের রাজনীতিতে কোন্দল প্রকাশ্যে রুপ নিয়েছে। নৌকার প্রার্থীকে পরাজিত করতে তারা মরিয়া এত নৌকার প্রার্থী ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন , বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকলে নৌকার প্রার্থীদের সমস্যা হবে। আমরা চেষ্টা করছি বিদ্রোহীদের বসিয়ে দেওয়ার। তারপরও যদি কেউ থেকে যান,তার ব্যাপারে কেন্দ্রকে অবহিত করবো কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।