কালীগঞ্জ
ঝিনাইদহের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের লাউতলা চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শামসুল ইসলাম জানান, মহেশপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ফেনী-জ-০৫-০০১১) কালীগঞ্জের চারমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের প্রায় ১৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।