কোন স্বাধীনতা চাও?– গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
কোন স্বাধীনতা চাও?
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে
ঘুরে বেড়াবো মনের আনন্দে,যা খুশি তাই
করবো কেউ কোনো বাঁধা দেবেনা,
এমনই কি স্বাধীনতা চাও?
যাকেতাকে উত্তাক্ত করবে,জনসম্মুখে ধর্ষণ করবে,
পোশাকি মানুষের পোশাক খুলে নেবে,
যেখানে সেখানে মানুষকে হেয় প্রতিপন্ন করবে,
অন্য কারো সন্তান বউ বা স্বামী ক্ষমতাবলে
নিজের করে নেবে,এসব কিছু করার পরও
তোমাকে কেউ কিছুই বলবে না,
এমনই কি স্বাধীনতা চাও?
নিজের পশুপাখি দিয়ে অন্যের ফসল খাওয়াবে,
মন চাইলেই করো দেশ,ঘরবাড়ি,রাজত্ব,
কষ্টে উপার্জিত সম্পদ গ্রাস করে নেবে
কাউকে ভীটামাটি থেকে উচ্ছেদ করে
উদ্বাস্তু বানিয়ে মহা উল্লাসে হাসবে।
তা তে কেউ কোনো প্রতিবাদ করবে না
এমনই কি স্বাধীনতা চাও?
নিজেদের আবহ লোক সংস্কৃতি সংস্কার উন্নতি না
করে,অন্য স্থানের সংস্কৃতিতে নিজেকে মাতিয়ে
হীনতা বর্বরতায় মন্দ দৃষ্টি পূর্ণ করবে,দেশও দশের
ক্ষতি করে নিজের কার্য্য হাসিল করবে।
ঘুরিয়ে,পুড়িয়ে,ঝুলিয়ে,যেমনি খুশি তেমনি মারবে
কেউ তোমার বিরুদ্ধাচার করবে না,
এমনই কি স্বাধীনতা চাও?
চুরি ডাকতি ছিনতাই খুনখারাপি সন্ত্রাসী করবে
নেশাগ্রস্থ হয়ে যত্রতত্র ঘুরে বেড়াবে
নেশা দ্রব্য দিয়ে দেশ ও যুব সমাজ ধ্বংস করবে
বিদ্য অবিদ্যায় রূপান্তর করবে
তোমার বিশ্রী ইচ্ছাগুলো উন্মুক্ত হয়ে যা তা করবে
দেশের শাসন ব্যবস্থা ছুয়েও দেখবে না
এমনই কি স্বাধীনতা চাও?
স্বাধীনতা মানে;দেশের সীমান্ত পেরিয়ে অন্য দেশ
যেনো তোমাকে আক্রমণ করতে না পারে,
তার জন্য বৈশ্বিকভাবে স্বীকৃতি পাওয়া।
বলো বন্ধু কোন স্বাধীনতা চাও?